আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: ৫ দিনের রিমান্ডে মেজর সাদিক
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর মো. সাদিকুল হককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন গত ১৪ ডিসেম্বর মেজর সাদিকুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য আদালত সোমবার দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৩ থেকে ৮ জুলাই পর্যন্ত আসামি সশরীরে ঘটনাস্থলে উপস্থিত থেকে সেখানে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমানে স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেন। আবেদনে উল্লেখ করা হয়, ওই কর্মসূচিতে তিনি প্রধান প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন—এমন পর্যাপ্ত সাক্ষ্য–প্রমাণ পাওয়া গেছে।
এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে আসামি মেজর মো. সাদিকুল হকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকার সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরসহ ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন।
অভিযোগে আরও বলা হয়, বৈঠকে পরিকল্পনা করা হয়—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন ঢাকায় এসে সমবেত হবেন। এরপর তারা শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করার চেষ্টা করবেন।
এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
