জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিল জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ ২০ মার্চ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেন।
প্রস্তাব জমার পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সংস্কারের পর দ্রুত নির্বাচনের বিষয়ে কোনো চাপ আছে কি না। জবাবে আলী রীয়াজ বলেন, 'আমরা কোনো চাপের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলো সংস্কার ইস্যুতে সহযোগিতা করতে চায়।'
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, 'আমরা বলেছি, প্রয়োজনীয় সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।'
কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, যার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ইতিবাচক সিদ্ধান্তকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এবং সময়মতো নির্বাচন আয়োজনের জন্য সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।