জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা আশা করছি সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
আলী রীয়াজ বলেন, 'কালকেই সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো হবে। তবে যদি কোনো দল পরে স্বাক্ষর করতে চায়, তাহলে এই প্রক্রিয়ার শরীক দল হিসেবে সেই সুযোগ থাকবে। কিন্তু আগামীকাল আমরা উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর গ্রহণ করতে চাই। এটি অনেক প্রাণের মূল্যের বিনিময়ে এসেছে।'
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনসিপির স্বাক্ষর করার ক্ষেত্রে শর্ত দেওয়ার বিষয়ে আলী রীয়াজ বলেন, 'আমরা তাদের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেছি। তারা জুলাই অভ্যুত্থানে অগ্রগামী ও নেতৃত্বে ছিল। জুলাই সনদ তৈরিতে তাদের বিশেষ অবদান ও ভূমিকা আছে। আমরা আশা করি তারা স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে ভূমিকা পালন করবে।'
তিনি আরও বলেন, 'আমরা বুঝতে পারি, এটি একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী যে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা (এনসিপি) সনদে স্বাক্ষর করবে।'
চারটি বাম দল স্বাক্ষর না করার ঘোষণার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, 'তারা আলোচনার মধ্যে ছিল। তাদের নোট অব ডিসেন্ট আছে। অন্যান্যরাও নোট অব ডিসেন্ট দিয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত স্বাক্ষর করবে। মূলনীতির বিষয়ে তাদের নোট অব ডিসেন্ট রয়েছে। আমার ধারণা তারা স্বাক্ষরের বিষয়ে পুনর্বিবেচনা করবে।'
কোনো দল স্বাক্ষর না করলে সনদের ভবিষ্যৎ কী হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পুরো আলোচনা দেশের কাছে স্বচ্ছ ছিল, জাতি সরাসরি দেখেছে। আমরা এমন প্রক্রিয়ায় অগ্রসর হয়েছি যেখানে সব দল প্রকাশ্যে তাদের অবস্থান জানিয়েছে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি উপদেষ্টা বলেন, 'সনদ স্বাক্ষরের পর থেকেই আমাদের কাজ শুরু হবে। প্রথম সারাদেশের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এটা বোঝানো হবে যে, জুলাই সনদ কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করবে। পাশাপাশি আমাদের উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনের দিকে যাত্রা শুরু করতে হবে।'