জুলাই অভ্যুত্থানে শহিদ পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মেয়েকে ধর্ষণের অভিযোগ; গ্রেপ্তার ১

জুলাই আন্দোলনে শহিদ হওয়া পিতার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গতকাল (১৯ মার্চ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাকিব মুন্সি। তিনি দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের বাসিন্দা।
এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ হওয়া পিতার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন তার কলেজপড়ুয়া মেয়ে।
ওসি জাকির বলেন, 'তিনি নলদোয়ানী এলাকায় পৌঁছালে স্থানীয় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি তার মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে।'
অভিযুক্তরা ধর্ষণের ছবি মোবাইলে ভিডিও করে ও ছবি তুলে রাখে। 'তারা হুমকি দেয়, এ ঘটনা প্রকাশ করলে বা আইনের আশ্রয় নিলে ধর্ষণের ছবি-ভিডিও ভাইরাল করে দেবে।'
ভুক্তভোগীর পরিবার সেই রাতেই অভিযোগ দায়ের করে।
ওসি জাকির বলেন, 'নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিব মুন্সিকে আটক করা হয়েছে। অপরজনকে আটকে অভিযান চলছে।'