সবুজ অর্থায়নের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে নারী উদ্যোক্তাদের: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সবুজ অর্থায়নের অন্তত ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য সবুজ অর্থায়নের ২৫ শতাংশ বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, ব্যাংকগুলোকে তাদের মোট সিএমএসএমই ঋণের অন্তত ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বর্তমানে ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের নির্দেশনা দেওয়া আছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, 'দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাত এবং নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
প্রজ্ঞাপনে আরও বলা হয়, 'নারীদের ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হলেও এসব খাতে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি।'
এক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও বেশি অর্থায়ন প্রয়োজন বলে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বারোপ করেছে।