বিজয়ের মাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড
দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। গেল বছরের মার্চ মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।
যদিও এরআগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল ২০২৫ সালের মে মাসে, ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে ৩৩ কোটি ৭০ লাখ ডলার বেশি।
একইসঙ্গে ২০২৪ এর ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ডলার। সে হিসাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, দেশের মার্কেটে হুন্ডির প্রভাব কমে গেছে, এছাড়া খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্সের ভালো দর পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বছরের শেষ মাস হওয়ায় রেমিট্যান্স বেশি এসেছে।
