আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ নেমেছে ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও ২৮ বিলিয়নের নিচে নেমেছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আকুর পেমেন্ট দেওয়ার পর রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা; এই নয়টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে এই সংস্থা।
