হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে নিজ বাসায় কুপিয়ে হত্যা

রাজধনীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে রাজধানীর উত্তরায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন। সম্প্রতি তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সেই বাসায় একাই থাকতেন।
উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বলেন, উত্তরখানের ওই বাসায় গত বছরের আগস্ট–সেপ্টেম্বর থেকে ভাড়া থাকতেন সাইফুর রহমান। কয়েকদিন আগে এক নারী ও তরুণকে ভাবি–ভাতিজা পরিচয়ে বাসায় নিয়ে আসেন তিনি। গতকাল সোমবার সেহরির সময় সাইফুর রহমান বাথরুমে গেলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যান তারা।
ওসি বলেন, পরে রক্তাক্ত অবস্থায় সাইফুর রহমান বাথরুমের দরজা ভেঙে ব্যালকনিতে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত সাইফুরের স্ত্রী সাদিয়া রেহমান দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন। ওসি জানান, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হলে সাইফুর রহমান উত্তরখানে থাকতে শুরু করেন।
তিনি আরও বলেন, সাইফুর রহমানের বিষয়ে খবর দেওয়া হলে তার স্ত্রী লাশ নিতে অস্বীকার করেন। থানায় আসতে বললেও তিনি আসেননি।
ওসি বলেন, ময়নাতদন্ত শেষে সাইফুর রহমানের বড় ভাইয়ের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।
কলেজটির সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা কারা সোমবার ভোর রাতে (সেহেরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করেছে। তার গলায় ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের দাগ রয়েছে।