লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী

লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের কারণে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করা এবং মব উস্কে দেওয়া রিংকুকে গতকাল (৯ মার্চ) রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন।
সূত্র থেকে জানা গেছে, গতকাল রাতেই গোয়েন্দা শাখার সদস্যরা রিংকুকে গ্রেপ্তার করেছেন। তবে ডিবির অতিরিক্ত কমিশনারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লেখেন, "লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।" পোস্টে তিনি ফারজানা ওয়াহিদ শায়ানের গানের কিছু লাইন সংযুক্ত করেন।
গত ১ মার্চ রাজধানীর লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে দুই তরুণী হামলার শিকার হন। এক ভুক্তভোগী অভিযোগ করেন, সিগারেট খাওয়ার জন্য তারা হামলার শিকার হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।