ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার (৯ মার্চ) দুপুর ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৈঠকে অংশ নিয়েছেন রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিএ, বিআরটিসি, বিআরটি, ডিটিসিএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জন নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত আছেন এবং অনলাইনে যুক্ত রয়েছেন।
সভা শেষে ঈদ যাত্রার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।