সার্জিসের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত: দাবি ছাত্রদলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে দাবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। তবে ঘটনায় ছাত্রদলের কোনো কর্মী জড়িত থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুর তিনটায় নয়া পল্টনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে নাসির উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, "দেশের যেকোনো ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটলে মিডিয়ার মাধ্যমে ছাত্রদলের নাম জুড়ে দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি করছি।"
ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান বলেন, "সার্জিস আলম রাত দশটার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়েছিলেন। সেসময় অধিকাংশ মুসলমান তারাবির নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে তার সেখানে যাওয়া কোনো পরিকল্পনা ছিল বলে মনে করছি।"
এদিকে শিবিরের বিষয়ে নাসির বলেন, "গতকাল শিবিরে সাধারণ সম্পাদকের এক বক্তব্যে বলেছেন তারা প্রতিদিন তিন লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের ইফতারে ব্যয় করেন। একটি ছাত্র সংগঠন ইফতারে মাসে ৯০ লাখ টাকা ব্যয় করে। তাদের এত টাকা আয়ের উৎস জানতে চাই?"