মানি-চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক
দেশের মানি-চেঞ্জারদের জন্য লাইসেন্স নবায়নের ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্স নবায়ন করতে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এতদিন নবায়ন ফি ছিল পাঁচ হাজার টাকা।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল অনুমোদিত ডিলার এবং লাইসেন্সপ্রাপ্ত মানি-চেঞ্জারদের কাছে পাঠিয়েছে।
১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা জারি করা হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ২০০২ সালে শেষ লাইসেন্স নবায়নের অর্থ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়। এজন্য এতদিন ধরে পাঁচ হাজার টাকাই ছিল। তবে দেশের মূল্যস্ফীতির সঙ্গে অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায়, সামঞ্জস্য করতেই মানি-চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে মানি-চেঞ্জারদের প্রতিবছর একবার লাইসেন্স নবায়ন করতে হয়।
