জানুয়ারির ২০ দিনে ৭৪৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর থেকে ডলার কিনেছে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন (৩৮৮ কোটি) ডলার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার একটি সেমিনারে সাংবাদিকদের বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। তাতে মার্কেটে টাকার প্রবাহ বেড়েছে। আর আমানতের প্রবৃদ্ধি বাড়ার প্রধান কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন ডলার প্রবাহ বৃদ্ধি হওয়াকে। তাছাড়া ডলার প্রবাহ বাড়ার কারণে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্টে আর্থিক হিসাব উদ্বৃত্তে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তাছাড়া বৈদেশিক মুদ্রার সরবরাহ যত বাড়বে, দেশে আমানতের প্রবৃদ্ধি তত বাড়বে বলে জানান তিনি।
বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।
বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায়, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা—সরবরাহ চাহিদার চেয়ে বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখা।
ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায়—মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, যা ডলারের ওপর চাপ আরও কমিয়েছে।
