জানুয়ারির ১২ দিনে ৭০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনেই নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭০ কোটি (৭০০ মিলিয়ন) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এনিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৩৮৩ কোটি ডলার বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ৮ কোটি ১০ লাখ (৮১ মিলিয়ন) ডলার কিনেছে। ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়।
বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।
বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা—সরবরাহ চাহিদার চেয়ে বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখা।
ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায়—মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, যা ডলারের ওপর চাপ আরও কমিয়েছে।
