সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, অন্যদের ভয়ের কারণ নেই: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আন্দোলনে জড়িত থাকা এবং সীমালঙ্ঘনকারী কর্মকর্তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে। তবে বাকিদের ভয়ের কোনো কারণ নেই যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন।
সোমবার (৭ জুলাই) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত মে মাসের মাঝামাঝি থেকে এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর এর বিরোধিতায় আন্দোলন করে আসছিলেন কর্মকর্তারা। এর অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির আওতায় দেশের কাস্টম হাউসগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়।
এরপর সরকার কঠোর অবস্থানে যায় এবং ইতোমধ্যে এনবিআরের পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে (ফোর্স রিটায়ারমেন্ট) পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তত ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, 'পাঁচজন কর্মকর্তাই কি আন্দোলনে ছিলেন? সবার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ব্যাপক ক্ষতি হতো, যা এখনো হয়নি।'
তিনি আরও বলেন, 'যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।'