জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আজ রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, জুন মাসের মতোই জ্বালানি তেলের দাম নির্ধারিত থাকবে। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রল ১১৮ টাকা ধরে বিক্রি হবে।
আগামী ১ জুলাই থেকে এই দাম কার্যকর হবে।
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস পাওয়ায়—সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।