বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২.২৪ বিলিয়ন ডলার

বিশ্ব ব্যাংকের সাড়ে ৩০০ মিলিয়ন ফান্ড যোগ হওয়ায় বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২২.২৪ বিলিয়ন মার্কিন ডলারে।
গতকাল সোমবার দেশের বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ২১.৭৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তিতে ১.৩ বিলিয়ন ডলারেরও বেশি অনুমোদন করেছে, যা আগামী দুয়েকদিনের মধ্যে রিজার্ভে যোগ হবে। তখন রিজার্ভ আরও বেড়ে যাবে।
এর আগে গত মে মাসের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, আইএমএফসহ একাধিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান থেকে আগামী জুন মাসের মধ্যেই বাংলাদেশ প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার পাবে।
তিনি আরও বলেছিলেন, আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এএইএইবি) থেকে এ অর্থ আসবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এদিকে বিদেশি সংস্থার ঋণ ছাড়াও দেশের রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভের পরিমাণ বাড়ছে।
উল্লেখ্য, গত মে মাস বাংলাদেশে ২.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।