মূল্যস্ফীতি ও বৃষ্টির মধ্যে ঈদের আগে রেফ্রিজারেটর বিক্রি কমেছে

চলতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে রেফ্রিজারেটর বিক্রি ৫ থেকে ৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে কোম্পানিগুলো। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি ও মূল্যস্ফীতির কারণে বিক্রি কমেছে।
ইলেকট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দেশে বছরে প্রায় ২৫ লাখ রেফ্রিজারেটর বিক্রি হয় হয়। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশই বিক্রি হয় ঈদুল আজহার সময়।
তিনি বলেন, উৎপাদন ব্যয় বাড়লেও কোম্পানিগুলো বিভিন্ন প্রমোশনাল অফার দিয়ে বিক্রি ধরে রাখার চেষ্টা করছে। তবে এতে খুব একটা ফল মিলছে না।
নুরুল আফসার আরও বলেন, এ বছর শহরাঞ্চলে রেফ্রিজারেটরের বিক্রি তুলনামূলক কম হচ্ছে।
দেশের বাজারে দুই-তৃতীয়াংশেরও বেশি মার্কেট শেয়ার থাকা ওয়ালটনের রেফ্রিজারেটর বিক্রি এই সময়ে ৫ থেকে ৬ শতাংশ কমেছে। অথচ এই সময়ে রেফ্রিজারেটর সবচেয়ে বেশি বিক্রি হয়।
ওয়ালটনের রেফ্রিজারেটর ইউনিটের প্রোডাক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম রেজা টিবিএসকে বলেন, 'ক্রেতারা এখনও মডেল ও দামের ব্যাপারে জানতে চাইছেন। অনেকেই প্রথম রেফ্রিজারেটর কেনার বা পুরনোটা বদলে নতুন নেওয়ার চেষ্টা করছেন।'
'তবুও বিক্রি কমেছে, কারণ মানুষের হাতে খরচ করার মতো বাড়তি টাকা নেই। গত তিন বছর ধরেই এমন প্রবণতা লক্ষ করছি,' বলেন তিনি।
কোম্পানিটির কর্মকর্তারা বলেন, যেসব জেলায় বৃষ্টি ও বন্যা হয়েছে, সেসব জেলায় বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি কমেছে।