পুঁজিবাজারে লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান বাড়ল ৭.৫ শতাংশ

পুঁজিবাজারে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে নন-লিস্টেড কোম্পানির সঙ্গে লিস্টেড কোম্পানির কর্পোরেট কর ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করেছে সরকার।
আজ সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
বাজেটে নন- লিস্টেড কোম্পানির করহার নির্ধারণ করা হয়েছে ২৭.৫ শতাংশ। পাশাপাশি লিস্টেড কোম্পানির ২০ শতাংশ করহারে উপভোগের শর্ত শিথিল করা হয়েছে।
এর আগে লিস্টেড কোম্পানির কর্পোরেট করহার ২০ শতাংশ। তবে কঠিন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অনেক কোম্পানি এই হারে কর দিতে পারে না। ফলে তাদের ২২.৫ শতাংশ কর দিতে হয়েছে।
একইভাবে, নন-লিস্টেড কোম্পাানির কর্পোরেট কর ২৫ শতাংশ হলেও কঠিন শর্ত পূরণ করতে না পারায় তাদেরও কার্যত ২৭.৫ শতাংশ কর দিতে হয়েছে।
এ বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'কর ব্যবধান বাড়ানো একটি ইতিবাচক উদ্যোগ, যা কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিত করবে।'
তবে তার মতে, 'অন্যান্য কমপ্লায়েন্স শর্ত শিথিল করা উচিত। একই সঙ্গে আইপিও প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুততর হওয়া দরকার।'
তিনি বলেন, 'এখন আইপিওর মাধ্যমে অর্থ তুলতে ১.৫ থেকে ২ বছর সময় লাগে। অথচ ব্যাংক ঋণ পেতে তার চেয়ে অনেক কম সময় লাগে।'