সহজে ব্যবসার সূচক অনেক আগের, এটি আর অনুসরণ করা উচিৎ নয়: বিডার চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর এমন কোন মার্কেট নেই— যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন আশিক চৌধুরী।
এসময় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কারোপে বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়। পুরো বিশ্বের সমস্যা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এতে প্রভাবিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার (ট্রাম্পকে লেখা চিঠিও) জনসম্মখে প্রকাশ করেছি।
আশিক চৌধুরী বলেন, সরকারের তরফ থেকে লালফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে— এবিষয়ে জানতে চান ইপিজেড ও ইজেড পরিদর্শন করা বিদেশি বিনিয়োগকারীরা।
তিনি বলেন, তারা জানতে চেয়েছেন বাংলাদেশে যদি তারা ব্যবসা করেন— তাহলে সরকার তাদের কী ধরনের সুবিধা দিতে পারে।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেন দেশি–বিদেশি বিনিয়োগকারীরা।
তাঁরা বলেছেন, হঠাৎ নীতি পরিবর্তন হলে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা সব সময়ই উদ্বেগ জানিয়ে আসছেন। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ক–কর, গ্যাস ও বিদ্যুতের মতো পরিষেবা নিয়েও বেগ পেতে হয় তাঁদের। এসব বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যেন রক্ষা করা হয়।
এর আগে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে- গতকাল চীন, ভারত, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৬০ জন বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) পরিদর্শন করেন। এসময় কোরিয়ার বিশ্বখ্যাত কোম্পানি ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় পরিদর্শনে যাওয়া বিদেশি বিনিয়োগকারীদের মধ্য থেকে চীনের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি কিহাক সাং–এর কাছে জানতে চান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা কী? জবাবে কিহাক সাং বলেন, প্রশাসনিক জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা। তবে এই বাধা সত্ত্বেও বাংলাদেশ লাভজনক বিনিয়োগের জন্য একটি উত্তম গন্তব্য। এ কারণে তিনি এ দেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করছেন বলে জানান।