একমাত্র অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হয়ে ‘ক্লান্ত’ হ্যালি বেরি

একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারের ইতিহাসে পাতায় নাম লিখিয়েছেন হলিউড তারকা হ্যালি বেরি। তবে তিনি এখন ক্লান্ত।
২০০২ সালে একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার পান হ্যালি বেরি। 'মন্সটারস বল' সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার পরে আর কোনো কৃষ্ণাঙ্গ এ বিভাগে পুরস্কার জিতেনি। তিনি বলেন, "এখনো এই বিভাগে একমাত্র কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে থাকা তাকে 'নিঃসঙ্গ' অনুভূতি দেয়।
ট্রেভর নোয়ার 'হোয়াট নাউ?' পডকাস্টের সাম্প্রতিক এক পর্বে বেরি বলেন, "তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তার জয় শুধু নিজের একার নয়, এর গুরুত্ব আরও বড়।"
বিগত বছরগুলোতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন। তবে এবার 'উইকেড'-এর প্রধান চরিত্রে অভিনয় করা কৃষ্ণাঙ্গ তারকা সিন্থিয়া এরিভো এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
বেরি আশা করেন, এবার সেই পরিবর্তন আসবে।
তিনি বলেন, "আমি আশা করি, এবার কেউ আমার পাশে দাঁড়াবে। আমি আশা করি, এ বছর এটি ঘটবে। কারণ আমি একা এই জায়গাটি ধরে রাখতে করতে করতে ক্লান্ত। আমি চাই, এ বছরই হোক।"
যদি তা না হয় এই প্রশ্নের জবাবে বেরি বলেন, "সেই মুহূর্তে আমাকে সম্ভাবনার প্রতীক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। আর আমি মনে করি, এটি সেই উদ্দেশ্য পূরণ করেছে।"