‘অস্কারে আমার আগ্রহ নেই', ‘মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না’: ডেনজেল ওয়াশিংটন

তালিকায় রয়েছে নয়টি অস্কার মনোনয়ন, ঝুলিতেও রয়েছে দুইটি অস্কার—'গ্লোরি' সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ সহ-অভিনেতা এবং 'ট্রেইনিং ডে' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার খেতাব। তবুও, এই অর্জনগুলোকে কোনো গুরুত্ব দেন না ডেনজেল ওয়াশিংটন।
'হাইয়েস্ট ২ লোয়েস্ট' সিনেমার প্রচারণার সময় এক সাক্ষাৎকারে তিনি জানান, তার ক্যারিয়ারে অভিনয় সংক্রান্ত কোনও সিদ্ধান্তই তিনি অস্কার জেতার উদ্দেশ্যে নেন না।
তিনি বলেন, 'আমি অস্কারের জন্য কিছু করি না। এই ধরনের কোনো কিছুর প্রতি আমার আগ্রহ নেই। দীর্ঘদিন ধরে এই পেশায় আছি। এমন সময় এসেছে যখন জিতেছি অথচ জেতার যোগ্য ছিলাম না, আবার কখনো জিতিনি অথচ জেতার যোগ্য ছিলাম।'
এ বছর 'গ্ল্যাডিয়েটর ২' সিনেমার জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার মনোনয়ন পাননি ডেনজেল ওয়াশিংটন। তবে এতে কোনো গুরুত্ব দেননি তিনি। নিউ ইয়র্ক টাইমস-কে ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেন, 'আপনি কি রসিকতা করছেন? আহ! আমার খুবই খারাপ লাগছে। যারা মনোনয়ন পেয়েছে, তাদের জন্য আমি খুশি তবে আমি আমার কাজ নিয়েই সন্তুষ্ট।'
অস্কারের প্রতি উদাসীনতাই দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের মূল দার্শনিক মনোভাব। তার 'ট্রেইনিং ডে' সহশিল্পী ইথান হক গত বছর ম্যাক্সের 'হু'স টকিং টু ক্রিস ওয়ালেস?' অনুষ্ঠানে স্মৃতিচারণ করে জানান, অস্কার রাতে যখন ইথান শ্রেষ্ঠ সহায়ক অভিনেতার পুরস্কার পাননি, তখন ওয়াশিংটন তার দিকে ঝুঁকে এসে বলেছিলেন, 'ভালো হয়েছে যে তুমি জিতনি। হারাটাই উচিত ছিল!'
ইথান বলেন, 'আপনি চাইবেন না, কোনো পুরস্কার আপনার মর্যাদা বাড়াক; বরং চাইবেন আপনার পুরস্কারের মর্যাদাকে বাড়িয়ে তুলতে। ওয়াশিংটনের চিন্তাভাবনাও ঠিক তেমন। তার হাতে একাধিক অস্কার আছে, তাতেই পুরস্কারের গুরুত্ব বাড়ে। কিন্তু তাতে তার ব্যক্তিগত মর্যাদা আরও উঁচুতে ওঠেনি।'
'হাইয়েস্ট ২ লোয়েস্ট' সিনেমাটি ১৫ আগস্ট থেকে নির্বাচিত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটুফোর ও অ্যাপল স্টুডিও প্রযোজিত এ ছবি ৫ সেপ্টেম্বর থেকে অ্যাপল টিভি+–এ স্ট্রিমিং হবে। ওয়াশিংটনের সম্পূর্ণ সাক্ষাৎকার ভিডিও আকারে দেখা যাবে জেক'স টেকস–এ।