অস্কার জেতার পর ‘সব সুযোগ ব্যবহার করিনি’: এ আর রহমান

২০০৯ সালে 'স্লামডগ মিলিয়নেয়ার' সিনেমার 'জয় হো' গানটির জন্য 'বেস্ট অরিজিনাল সং' [সেরা মৌলিক গান] বিভাগে অস্কার জিতেন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান। তিনি 'বেস্ট অরিজিনাল স্কোর' [সেরা মৌলিক সুর] বিভাগেও অস্কার জিতেছিলেন। তবে অস্কার জয়ের পর খ্যাতি এবং সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার তিনি করেননি বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন এ আর রহমান।
তিনি বলেছেন, তিনি মনে করেছিলেন তিনি যথেষ্ট কাজ করেছেন এবং তখন শুধু আরাম করতে চেয়েছিলেন।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যদি আমরা এমন শ্রোতার কাছে পৌঁছাতে পারি যারা শুধু ভারতীয় নয়, এবং আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ, কারণ এখন মানুষ ভারতীয় সঙ্গীত ও শিল্পীদের শোনার জন্য তাদের সময় ব্যয় করতে চায়। এটি 'জয় হো' এবং অস্কারের সময় ঘটেছিল। তবে তখন আমি বেশ আরাম করার মেজাজে ছিলাম।"
এ আর রহমান বলেন, "আমি সব সুযোগ ব্যবহার করিনি। আমি ভাবলাম, আমি যথেষ্ট কাজ করেছি। এখন কিছুটা আরাম করি। তাই আমি বেশিরভাগ সময় লস অ্যাঞ্জেলেসে ছিলাম, হলিউড সিনেমায় কাজ করছিলাম এবং কিছু সুযোগ ব্যবহার করিনি; যা আমাকে কাজের ক্ষেত্র বাড়াতে আরও সাহায্য করত।"
এ কিংবদন্তি সুরকার 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর জন্য কীভাবে সুর করেছিলেন এবং তা থেকে যে খ্যাতি তিনি পেয়েছিলেন, সেটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, "আমি 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর জন্য তিন সপ্তাহে সুর তৈরি করেছিলাম। সেখানে মাত্র সতেরোটি কি ছিল। আমাদের সিনেমাগুলোতে সাধারণত ১৩০টি কি থাকে।'
তিনি আরও বলেন, "এজেন্ট শুনে বলেছিল, এটি খুব ভালো এবং আমাকে অস্কারে জমা দিতে বলেছিল। যখন আমি জমা দিয়েছিলাম... রোজা-র পর যেভাবে মানুষ আমাকে গ্রহণ করেছিল, ঠিক তেমনভাবে সবাই আমাকে হাসিমুখে স্বাগত জানাতে শুরু করল। অনেকেই বলেছিল, 'আমি তোমার সঙ্গীত ভালোবাসি।' আর আমি ভাবছিলাম, 'আমি কী এমন করেছি যা তারা পছন্দ করছে?'"