‘শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন’

শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের সঙ্গে অভিনেতা লুৎফর রহমান জর্জের পরিচয় প্রায় ৩৪ বছরের। মঞ্চনাটকে অভিনয় করতে গিয়ে প্রথম দেখা হয় দুজনের।
'কোথাও কেউ নেই' নাটকে দুজন একসঙ্গে অভিনয় করেছেন। সেই স্মৃতিচারণায় জর্জ বলেন, 'সকালে যখন খবরটা জেনেছি, তারপর থেকে খুব খারাপ লাগছে। ওনার সঙ্গে আমার ৩৪-৩৫ বছরের সম্পর্ক। একসঙ্গে থিয়েটার করেছি। কত সিনিয়রদের ধমক খেয়েছি, বকা খেয়েছি। অদ্ভুত ব্যাপার হলো, কাদের ভাইকে কখনো রাগ করতে দেখিনি। কখনো উঁচু স্বরে কথা বলেছেন, এমনটা হয়নি। উনি সবসময় নিজের একটা জায়গা বা বলয়ের মধ্যে থাকতেন।'
'সিনিয়ররা যে সবসময় বকা দিতেন, তা নয়; বরং আমাদের ছায়ার মধ্যে রাখতেন। কাদের ভাইও ভালোবেসে আগলে রাখতেন আমাদের,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন জর্জ।

তিনি আরও বলেন, "'কোথাও কেউ নেই' নাটকটা আমাদের ক্যারিয়ারে একেবারে প্রথম দিককার টেলিভিশন নাটক। উনি বদি হয়ে ওঠার জন্য ক্যারেক্টারে তো ঢুকে যেতেনই, ওনার আরও একটা গুণ ছিল, শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন। কোনোদিন হয়তো সুরমাদানি, কোনোদিন মাকড়শা বা কোনোদিন সাপ নিয়ে আসতেন। শুরুতে আমাদের দেখাতেন। পরে ভয়ে ভয়ে হুমায়ূন ভাইয়ের (হুমায়ূন আহমেদ) সামনে নিয়ে যেতেন। বলতেন, 'হুমায়ূন ভাই, আমি কি এটা শুটিংয়ে ব্যবহার করতে পারি?' হুমায়ূন ভাই দেখতেন। তারপর হয়তো ওটার ওপরে কয়েকটা সংলাপ লিখে দিতেন।"
'উনি সবসময় প্রপস নিয়ে কস্টিউম নিয়ে ভাবতেন। চরিত্র নিয়ে ভাবতেন। সেটাই সবসময় আলাদা করত বদি ভাইকে। মানে কাদের ভাইকে,' বলেন জর্জ।
আরও বলেন, 'ওনার আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তা ওনাকে বেহেশত নসিব করুব।'