‘আমি যা টাকা দিয়েছি তা অন্যদের সংগৃহীত ত্রাণের চেয়েও বেশি’, দাবি অমিতাভের

ভারতে করোনা মোকাবিলায় দেশবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না অমিতাভ বচ্চন, এমন অভিযোগে গত কয়েক মাসে বিদ্ধ হয়েছেন। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় গত এক বছরে করোনা ত্রাণে কীভাবে এগিয়ে এসেছেন, তার লম্বা ফিরিস্তি নেটমাধ্যমে প্রকাশ করেছিলেন বিগ বি। তারপর থেকেই করোনা ত্রাণে কেমনভাবে সাহায্য করছেন, সেই সকল আপটেড দিয়ে চলেছেন এই তারকা।
এবার অমিতাভ জানালেন 'নিজের সীমিত সাধ্যমতো' মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন তিনি; অন্যের কাছে হাত পাততে কুণ্ঠাবোধ হয় তার।
শনিবার রাতে নিজের ব্লগে এ কথা লেখেন অমিতাভ। নিজের দানের কথা প্রকাশ্যে জানাতে অত্যন্ত লজ্জাবোধ করেন বলেও উল্লেখ করেন তিনি। আরও জানান, মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানোর উদ্দেশ্য নিয়ে করোনা ত্রাণের খতিয়ান সামনে আনছেন না, বরং তিনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন না- তা বোঝাতেই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
'আমি দিয়ে থাকি আমার পক্ষে যা সম্ভব… আমার অর্থের পরিমাণ সীমিত… হয়তো সেটা মনে হয় না। কিন্তু সত্যিই তাই,' ব্লগে লেখেন অমিতাভ। তিনি যোগ করেন, 'আমি ত্রাণ তহবিল তৈরি করে কোনো ক্যাম্পেইনের মাধ্যমে ডোনেশন তোলবার চেষ্টা করিনি, কারণ কারও কাছ থেকে টাকা চাওয়াটা আমার পক্ষে অস্বস্তিকর।'
যদিও এই ধরনের সরকারি বিজ্ঞাপনের মুখ হিসাবে কাজ করেছেন, এ কথা স্বীকার করে নেন বিগ বি; তবে জানান সরাসরি কোনোদিনই টাকার কথা বলেননি। যদি বলে থাকেন কখনো, তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেন অভিনেতা।
অমিতাভ জানান, তিনি লক্ষ্য করছেন এখন অনেক তারকাই ফান্ড বা ত্রাণ সংগ্রহ করছেন। এই প্রসঙ্গে বলিউডের অরিজিন্যাল 'ডন' জানান, 'সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বিনম্রভাবে জানাচ্ছি, অনেক সময়ই আমি নিজে, ব্যক্তিগতভাবে যে অর্থ দান করেছি, সেটা সংগৃহীত ত্রাণের পরিমাণের চেয়েও বেশি। আমি কোনোদিন টাকা চাইনি… শুধু দিয়েছি।'
সম্প্রতি করোনা মোকাবিলায় দেশবাসীর পাশে দাঁড়াতে আনুশকা শর্মা-বিরাট কোহলি, নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া'র মতো তারকারা ত্রাণ সংগ্রহের কাজ চালিয়েছেন। বিরুশকা কেটোর মাধ্যমে ১১ কোটি টাকা দান করেন, যেখানে তারা নিজেরা ২ কোটি টাকা দান করেছিলেন।
অমিতাভ সম্প্রতি ব্লগে জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে ২৫ কোটি টাকা ব্যয় করেছেন তিনি।