১৩ বছর পর এলো গানস এন’ রোজেসের নতুন গান

দীর্ঘ ১৩ বছর পর অপেক্ষার অবসান ঘটেছে গানস এন' রোজেস ভক্তদের। গত সপ্তাহেই নিজেদের নতুন একক গান 'অ্যাবসার্ড' মুক্তি দিয়েছে কিংবদন্তি এই রক ব্যান্ড।
শুক্রবার সকালে এক টুইটবার্তায় এই খবর জানায় গানস এন' রোজেস। টুইটারে 'নিউ.এফএন.সং' বার্তার পাশাপাশি একটি ভিডিও ছেড়েছে তারা। ভিডিওতে গানের টুকরো টুকরো অংশ সম্বলিত একটি কম্পিউটার জেনারেটেড মেদুসা দেখানো হয়েছে।
২০০৮ সালে 'চাইনিজ ডেমোক্রেসি' অ্যালবামের পর এটিই হবে তাদের প্রথম স্টুডিও রিলিজ। এদিকে রোলিং স্টোন সূত্র জানিয়েছে, 'অ্যাবসার্ড' আসলে গানস এন' রোজেসের আগের একটি অপ্রকাশিত গান- 'সিল্কওর্মসে'র পরিমার্জিত সংস্করণ।
গত মঙ্গলবার বোস্টনের ফেনওয়ে পার্কে ব্যান্ডের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানেই গানটির ডেব্যু হয়। কনসার্টে ব্যান্ডের প্রধান গায়ক অ্যাক্সল রোজ দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা কেউ কেউ হয়তো গানটা ভিন্ন নামে শুনেছেন আগে!'
গত বৃহস্পতিবার বিকেলে ব্যান্ডের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা আরেকটি ভিডিওতে গানটি লাইভ পারফর্ম করতে দেখা যায় তাদের।
পরবর্তীকালে রোজ বলেন, "এটা আসলে খুবই মজার ছিল! হ্যাঁ, গানস এন' রোজেসের নতুন গানটা আপনি এখানেই শুনলেন।'
এই মুহূর্তে গানস এন' রোজেস তাদের উত্তর আমেরিকা ট্যুর নিয়ে ব্যস্ত, যা অক্টোবরে শেষ হবে। আসছে শরতে তাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ট্যুরের সময়সূচিও ঠিক হয়ে আছে। ২০২২ সালের গ্রীষ্মে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে এই আমেরিকান রক গ্রুপ।
-
সূত্র: সিএনএন