প্রকাশ পেল আর্বোভাইরাসের নতুন গান 'ক্রোধ'
নিজেদের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম 'রিপাবলিক অব আর্বোভাইরাস'-এর পঞ্চম গান 'ক্রোধ'-এর অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করেছে জনপ্রিয় রক ব্যান্ড আর্বোভাইরাস। গত ৮ মে ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশ পায়।
গানটি যৌথভাবে লিখেছেন সুহার্ত শরীফ ও মুনতাসির মামুন। সুর করেছেন সুহার্ত। তার সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের বাকি চার সদস্য মুনতাসির মামুন, সায়েমুল ইসলাম, শামস আলীম বিশ্বাস ও শাহান কামাল।
আর্বোভাইরাসের তত্ত্বাবধানে 'ক্রোধ'-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। ব্যান্ডে সদস্যদের পাশাপাশি দুই তরুণ মডেল আজরাফ ও ইফতিকে নিয়ে নির্মিত গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে স্টুডিও কায়া প্রজেক্ট, ট্রাভেল ইস্ট রেঁস্তোরা ও পূর্বাচলের বেশ কিছু স্থানে।
ভিডিওতে ব্যান্ডের শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি উঠে এসেছে এক তরুণের মানসিকভাবে ভেঙ্গে পড়ার গল্প। হেভি রক সাউন্ড ও গভীর ভাবনার ভিজ্যুয়াল উপস্থাপনার জন্য খ্যাত এই ব্যান্ডটি 'ক্রোধ' গানেও তাদের নিজস্বতা বজায় রেখেছে।
আর্বোভাইরাসের চতুর্থ অ্যালবামে মোট ৮টি গান থাকবে। এর আগে 'হয়তো', 'অনুভূতি', 'অবাস্তব' ও 'ইন্দ্রিয়' শিরোনামে চারটি গান প্রকাশিত হয়েছে। সর্বশেষ 'হয়তো' প্রকাশিত হয় গত বছরের জুনে।
আর্বোভাইরাসের বর্তমান লাইনআপে রয়েছেন সুহার্তো শেরিফ (গিটার ও ভোকাল), মুনতাসির মামুন স্বপ্ন (গিটার ও ভোকাল), মো. সায়েমুল ইসলাম রিয়াদ (ড্রামস), শামস আলিম বিশ্বাস (বেজ), শাহান কামাল (ভোকাল) ও নিলয় বিশ্বাস (ম্যানেজার)।