কুমার শানু করোনা আক্রান্ত

ভারতীয় জনপ্রিয় গায়ক কুমার শানু কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে লেখা হয়, 'দুর্ভাগ্যক্রমে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন।'
অবশ্য এই গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে ওই পোস্টে কিছু লেখা হয়নি। তিনি এখন পরিবারের সঙ্গে আমেরিকায় রয়েছেন।
কুমার শানুর জন্ম কলকাতায়, ২৩ সেপ্টেম্বর ১৯৫৭। বলিউডের অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে 'আব তেরে বিন', 'মেরা দিল ভি কিতনা পাগল হে', 'সচেংগে তুমহে পেয়ার', 'ইয়ে কালি কালি আখে' ও 'ইক লেড়কি কো দেখা' গানের জন্য ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টানা পাঁচ বছর সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন।
গান গেয়েছেন বেশ কিছু বাংলাদেশি চলচ্চিত্রেও। ২০০৯ সালে তাকে পদ্মশ্রী পদকে সম্মানিত করে ভারত সরকার।
- সূত্র: আনন্দবাজার