ঘটনাস্থলে বিএম ডিপো কর্তৃপক্ষকে না পেয়ে ক্ষুব্ধ চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষের কাউকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে না দেখে ক্ষুব্ধ হলেন।
এ অগ্নিকাণ্ডে অন্তত ৪৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার পর রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান এম শাহজাহান।
এ সময় তিনি বলেন, কোথায় রাসায়নিক পণ্য রয়েছে, ফায়ার সার্ভিস কর্মীদের তা দেখিয়ে দেওয়া উচিত ছিল ডিপো কর্তৃপক্ষের।
'অথচ এখানে এসে আমি বিএম ডিপোর কাউকে পেলাম না। তাদের লোকজন কোথায়?' প্রশ্ন করেন বন্দর চেয়ারম্যান।
এম শাহজাহান বলেন, এমন ভয়াবহ একটা ঘটনা ঘটার পরও ডিপো কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখতে না পাওয়াটা খুব দুঃখজনক।
'আমি মালিকপক্ষকে এগিয়ে এসে অগ্নিনির্বাপক কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি,' তিনি যোগ করেন।
বন্দর চেয়ারম্যান বলেন, ডিপোটি রপ্তানি পণ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রাসায়নিক রপ্তানি হয়।
ডিপোর সামনে ২৬টি কেমিক্যালভর্তি কনটেইনার ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে মন্তব্য করেন এম শাহজাহান।