কলাবাগানের তেঁতুলতলা মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন

রাজধানীর কলাবাগান থানা ভবন নির্মাণের জন্য তেঁতুলতলা মঠে কাঁটাতারের বেড়া ঘিরে রাখা হলেও এই মাঠের দাবি ছাড়ছে না স্থানীয় শিশু-কিশোররা। তাদের সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদীরাও যুক্ত হয়েছেন।
শুক্রবার মাঠ থেকে কাঁটাতারের বেড়া তুলে দিয়ে বাচ্চাদের মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে ফের মানববন্ধনে নামে স্থানীয় শিশু-কিশোর ও এলাকাবাসী। রাজধানীর স্কয়ার হাসপাতালের দক্ষিণ পাশের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, শিশু-কিশোররা কিন্তু বোঝ মানে না। তারা অনেক ধৈর্য্য ধরেছে। এই ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে সামাল দেওয়া মুশকিল হবে।
বক্তারা আরও বলেন, মাঠে কাঁটাতারের বেড়া দেওয়ার পর বাচ্চাদের ওপর যে মানসিক নির্যাতন করা হয়েছে, তা বলে শেষ করা যাবে না। মাঠে খেলতে গিয়ে পুলিশের বাধা তাদের মানসিক বিকাশে বড় ধরনের ধাক্কা।
মানববন্ধনে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্নাসহ বেশ কয়েকজন এলাকাবাসী বক্তব্য রাখেন।