আমরণ অনশনে বসেছেন শাবি শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে অনশন শুরু করেন তারা।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও ছাত্রকল্যাণ উপদেষ্টা যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের অনশন চলবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনশনের কারণে যদি কোনো শিক্ষার্থীর মৃত্যু হয় বা কেউ স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, তার দায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকে নিতে হবে।
এর আগে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের অভিযোগ এনে শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলনে নামেন শাবিপ্রবির প্রায় অর্ধশতাধিক শিক্ষক। তাদের অভিযোগ, শিক্ষার্থীরা আন্দোলনে নেমে শিক্ষকদের বিরুদ্ধে অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।
কিন্তু অশালীন মন্তব্যের অভিযোগ নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কোনো শিক্ষককে কটূক্তি করলে তার দায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্তায় না। কেউ শিক্ষকদের কুরুচিপূর্ণ কিছু বলে থাকলে তার তীব্র নিন্দা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।