লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা

এমভি অভিযান-১০ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত লঞ্চযাত্রীদের পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার এই ঘোষণা দেন।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। সেখানে লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা চলছে।
এছাড়া আহতদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, "তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বলতে পারব না।"
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ যাত্রী নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় এ ঘটনা ঘটে।