বাংলাদেশে ১১০০ কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড
বুধবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে একটি সহযোগিতা কর্মসূচি চালু করেছে সুইজারল্যান্ড। এ কর্মসূচির আওতায় বাংলাদেশে আগামী চার বছরে দেশটি প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
নতুন এই সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশল দ্বারা পরিচালিত হয়। আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচিটি চালু করা হয়।
সুইস কো-অপারেশন প্রোগ্রাম ২০২২-২০২৫-এর সামগ্রিক লক্ষ্য হলো বাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণকে সহায়তা করা, একটি সমৃদ্ধ, ন্যায়সংগত ও স্থিতিস্থাপক সমাজের প্রচার করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা।
এজেন্ডা ২০৩০ সাল এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও গণমাধ্যমের সদস্যরা অংশ নেন।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশে তার ৫ দিনের সরকারি সফরের শেষ দিনে এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশে প্রথম সফরে প্যাট্রিসিয়া ড্যানজি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য মূল স্টেকহোল্ডারদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।
