অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের
সুইজারল্যান্ডের জনগণ রোববার বিপুল ভোটে একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাব অনুযায়ী, ৫০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা তার বেশি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ৫০ শতাংশ কর আরোপ করার কথা ছিল। এই পরিকল্পনার বিপক্ষে মোট ৭৮ শতাংশ ভোট পড়ে, যা জরিপের ফলাফলের (দুই-তৃতীয়াংশ বিরোধিতা) চেয়েও বেশি।
ব্যাংকাররা এই ভোটের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তারা মনে করেন, নরওয়ের মতো যেসব দেশ সম্পদের ওপর কর বাড়িয়েছে বা একই ধরনের পদক্ষেপ নিয়ে আলোচনা করছে, সেই পরিস্থিতিতে সুইজারল্যান্ডের সম্পদ পুনর্বণ্টনের আগ্রহ কতটা, এই ভোট তারই একটি পরীক্ষা।
সুইজারল্যান্ডে বিশ্বের কয়েকটি ব্যয়বহুল শহর রয়েছে এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ স্থানীয় রাজনীতিতে ক্রমশ গুরুত্ব পাচ্ছে।
বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটসের যুব শাখার (জেউএসওএস) এই প্রস্তাবটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাদের যুক্তি ছিল, "অতি ধনীরা উত্তরাধিকার সূত্রে শত শত কোটি টাকা পায়, আর আমরা উত্তরাধিকার সূত্রে পাই বিভিন্ন সঙ্কট।"
তবে উদ্যোগটির সমালোচকরা বলেন, এটি ধনী ব্যক্তিদের সুইজারল্যান্ড ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য করতে পারে, যার ফলে দেশের মোট কর রাজস্ব কমে যাবে। তাই সুইস সরকার ভোটারদেরকে এটি প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ করেছিল।
