খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, আবারও রক্তক্ষরণ হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "গতকালও (মঙ্গলবার) হাসপাতালে গিয়েছিলাম। সব চিকিৎসকও সেখানে ছিলেন। তিনি (খালেদা জিয়া) আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন। আবার তাঁর রক্তক্ষরণ হচ্ছে।"
মির্জা ফখরুল বলেন, "চিকিৎসকেরা খুব পরিষ্কার করে বলেছেন, তাঁর (খালেদা জিয়া) জীবন রক্ষার জন্য এক মুহূর্ত দেরি না করে তাঁকে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর প্রয়োজন। কিন্তু সরকার প্রথম থেকেই এই বিষয়টাতে একটা নেতিবাচক অবস্থান নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করছে না।"
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার পাসপোর্টের আবেদন বাতিল করা হয়েছে। অনতিবিলম্বে পাসপোর্ট দিয়ে খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে, কোনো অঘটন ঘটলে এর সমস্ত দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
