খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে উনি এই মুহূর্তে স্ট্যাবল নন: মির্জা আব্বাস
হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দেখতে যাওয়া ব্যক্তিদের চিনতে পারছেন। তবে তার অবস্থা স্থিতিশীল নয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার রাত দেড়টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা আব্বাস বলেন, 'যে অত্যাচারটা ওনার [খালেদা জিয়া] ওপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাকে...এই ভালো থাকেন, এই খারাপ থাকেন। উনি এই মুহূর্তে, আমি পারসোনালি মনে করতেছি, এই মুহূর্তে উনি স্ট্যাবল [স্থিতিশীল[ নন। আরও একটু ইমপ্রুভড চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন।''
খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করবেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন পরিপূর্ণভাবে সুস্থ নন। 'হয়তো রিকভারি হতেও পারে, ইনশাআল্লাহ।' খালেদা জিয়ার সুস্থতায় সবার দোয়া কামনা করেন তিনি।
তবে খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি শুধু...উনি আমাদেরকে চিনতে পেরেছেন। এবং আমরা সালাম দিয়েছি, উনি রিপ্লাইও দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'একটা খারাপ সময় ম্যাডামের আসছিল। খুব খারাপ সময় ছিল; বাট উনি রিকভারি করছেন। এবারও আমরা আশা করি রিকভারি করবেন।'
এর আগে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নিয়মিত সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এর আগে গতকাল দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা 'অত্যন্ত সংকটময়' বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
