চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটে দুটি বিদেশি পতাকাবাহী জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বেলিজের পতাকাবাহী ট্যাংকার এমটি রাইন ও পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ইয়ং ইউই ১১ এর সংঘর্ষ হয়। এর ফলে ইয়ং ইউই ১১ এর প্রপেলারটি এমটি রাইনের অ্যাঙ্কর কেবলের সঙ্গে জড়িয়ে পড়ে, যার ফলে কন্টেইনার জাহাজের আংশিক ক্ষতি হয়।'
ফারুক বলেন, এ ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুত কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাইসহ একটি পাইলট বোট ঘটনাস্থলে পাঠায়। অভিজ্ঞ নাবিক ও বন্দরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত দল বিকেল সাড়ে ৪টার দিকে সফলভাবে কন্টেইনারবাহী জাহাজটি মুক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বহির্নোঙরসহ বন্দরের কোনো কার্যক্রম ব্যাহত হয়নি। বন্দর কর্তৃপক্ষের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।