শরীয়তপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী হতে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ঝিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়সাল আহমেদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।
ওই কর্মসূচিকে প্রতিহত করতে সকাল দশটায় বালু উত্তোলনের ইজারাদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বালু উত্তোলনের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
এদিকে যেকোনো ধরনের সংঘর্ষ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল থেকেই মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলা শহর জুড়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল টিবিএসকে বলেন, বিএনপির দুই পক্ষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এ বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪৪ ধারায় জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।