ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা

সোমবার (৩ মার্চ) বেলা ১২টা। রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হন। তাদের একজন মিরন জমাদ্দার (৬০)। বিদেশগামী ছেলেকে বিদায় জানাতে আজ সকালেই ঢাকায় এসেছিলেন।
মিরন জমাদ্দারের বাড়ি পিরোজপুর। তিনি আজ সকালে হোটেলটিতে উঠেছিলেন।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরনের ছেলে মুবিন জমাদ্দারের আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। মুবিন শাহজালাল বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক হোটেলে উঠেছেন। আর তার বাবা মিরন শাহজাদপুরের সৌদিয়া হোটেলে ওঠেন।
মিরন আজ সকালে তার বোনের স্বামী হিরন তালুকদারের সঙ্গে পিরোজপুর থেকে ঢাকায় আসেন। সকাল ৮টায় তারা হোটেলটির ৪০২ নম্বর কক্ষে ওঠেন। এরপর মিরন হোটেল থেকে বের হয়ে নাশতা শেষ করে বিশ্রাম নিতে আবার হোটেলে ফিরে যান। এরই মধ্যে হোটেলে আগুন লেগে যায়। এ অবস্থায় জীবন বাঁচাতে তিনি হিরনকে ফোন দেন।
হিরনকে ফোন দিয়ে একপর্যায়ে কাঁদতে কাঁদতে মিরন বলেন, 'আমি বাঁচার কোনো পথ পাচ্ছি না। চারদিকে ধোঁয়া, দম বন্ধ হয়ে আসছে।'
এ কথা বলার পরেই কলটি কেটে যায়। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর মিরনের মরদেহ চারতলা থেকে উদ্ধার করে।
নিহতের বোনের স্বামী হিরন তালুকদার বলেন, 'আমরা আজ সকালে এসে হোটেলটিতে উঠি। সকালে আসার পর মিরন হোটেলের পাশের একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে আবার হোটেলে ফিরে আসেন এবং আমাকে বলেন আপনি নাস্তা করে আসেন, আমি একটু বিশ্রাম নেই। আমি নাস্তা করতে চলে যাই। এর কিছুক্ষণ পরে আগুন দেখে হোটেলের নিচে দৌড়ে আসি। এসে দেখি পুরো হোটেল আগুনে ধোঁয়াচ্ছন্ন। তখনই মিরন আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, চারদিকে ধোঁয়া, তিনি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না।'
দুপুর ১টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।