পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে ডাকাতি

পাবনার সাঁথিয়া উপজেলায় গভীর রাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অন্তত ১৫-২০টি বাস ও ট্রাকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেঁচানিয়া তলট ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত প্রায় দুইটার দিকে ছেঁচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের কাছে ডাকাতরা সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক থামিয়ে দেয়। এর পরপরই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্তত ১৫ থেকে ২০টি যানবাহন আটকে যায়। এরপর ৩০ থেকে ৪০ জন ডাকাত হাসুয়া, রামদা, ছুরি ও অন্যান্য দেশি-বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে লুটপাট চালায়।
গাড়ির দরজা খুলতে দেরি করায় কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা। এসময় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ তাণ্ডব চলে।

ডাকাতির শিকার হওয়া আব্দুস সালাম নামের এক ব্যক্তি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাত দল হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে। বারবার গাড়ির গায়ে আঘাত করায় চালককে দরজা খুলতে বলি। এরপরই ডাকাতরা চালকের গলায় ও পেটে চাকু ধরে, আমাদের সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। আমরা বলেছিলাম, ভাই যা আছে নেন, কিন্তু কাউকে আঘাত করবেন না। আমাদের অনুরোধে আমার দুটি মোবাইল ফেরত দেয়।
তিনি আরও বলেন, একটি মাইক্রোবাসে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে ডাকাতরা আক্রমণ চালিয়ে কয়েকজনকে মারধর করে এবং তাদের সব কিছু লুটে নেয়।
এদিকে, স্থানীয়দের অভিযোগ—দীর্ঘ দেড় ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা চললেও পুলিশের কোনো তৎপরতা ছিল না। থানায় ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। আতঙ্কে রাত কাটানোর পর ডাকাতরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তারা সাঁথিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়েই রাতেই পুলিশ পাঠানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।