বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর 'হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে' বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে এক ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর বাংলামোটর মোড়ে শাহবাগ অভিমুখী সড়ক অবরোধ করেন তারা। এক ঘণ্টা পর রাত ১১টায় তারা অবরোধ তুলে নেন।
এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' নামে একটি নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
সংগঠনের নাম ঘোষণার সময় মধুর ক্যান্টিনের ভেতরে ও বাইরে দুটি গ্রুপকে মুখোমুখি স্লোগান দিতে দেখা যায়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবির শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।
অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন করা হয়েছে। তারা সংগঠনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় শহীদ মিনারে করতে চেয়েছিলেন, কিন্তু তা ঢাবি ক্যাম্পাসে করা হয়।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঢাবিতে আমাদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে এই আন্দোলন চলবে।'
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ আদনান বলেন, 'ঢাবিতে আমাদের ভাইবোনদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের সামনে আমরা সড়ক অবরোধ করেছি।'
তিনি জানান, 'এই ঘটনায় প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন।'
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, নতুন সংগঠনটিতে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং পদবঞ্চিত করা হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।