সোমবারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিলেন ঢাবি শিক্ষার্থীরা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি মোকাবিলায় ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল বিক্ষোভকারী শিক্ষার্থী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছেন।
রাজধানীর বনশ্রীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার পর সোমবার ভোরে ঢাবি ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত মিছিলের পর শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, 'দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী?'
'আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নেব। তাদের প্রত্যেকে ৬ মাসে কী করেছেন, তার হিসাব আমাদের দিতে হবে,' বলেন তিনি।
আরেক শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, 'আমরা স্পষ্টভাবে বলতে চাই—আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব দিয়ে যদি সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই-ধর্ষণ হতে দেবো না।'
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শত শত শিক্ষার্থীকে মিছিলে যোগ দিতে দেখা গেছে। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে ফের বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান ।
এর আগে রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে এরকম বেশ অনেকগুলো অপরাধের ঘটনা ঘটেছে দেশজুড়ে।
এর আগে গতকাল র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান রমজানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, '৫ আগস্টের পূর্বে এরা (যারা অপরাধ করছে) হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকত। এই ধরনের চুরি-ডাকাতি-ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করত, সেগুলো এখন নাই। এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এজন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে।'
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করছে। তাদের সব টাকা ব্যবহার করছে। আমরা যেভাবে হোক তাদের প্রতিহত করব। আওয়ামী যারা এগুলো করছে, তাদের ঘুম হারাম করে দেব। টহল কার্যক্রম আরও বাড়বে। আমরা যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব। আইনশৃঙ্খলা বাহিনীর কেনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।'
পদত্যাগের দাবি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন, তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না।