কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন
কুমিল্লায় মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামিরা। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে এর আগেও দ্বন্দ্ব চলমান ছিল।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষের সুমন।
এই ঘটনার জেরে গত ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দায়ের করে। এসব মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়ে এবং তখনই আসামিরা তাকে বেধড়ক পেটান।
কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রেফার করা হয়েছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এই ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
