স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মেয়াদ ২ সপ্তাহ বাড়ল

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে এই কমিশনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এই মাসের শেষের দিকে কমিশন প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
কমিশনের সদস্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডা. মুজাহেরুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করে কর্তৃপক্ষ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।'
তিনি আরও বলেন, 'আমরা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করছি এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি। আমাদের কাজের আওতায় মানবসম্পদ থেকে শুরু করে পরিষেবা সরবরাহ পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতের সব কিছুই পড়ে।
স্বাস্থ্যসেবাকে আরও জনকেন্দ্রিক, সহজলভ্য ও সার্বজনীন করতে ১৭ অক্টোবর ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিশনকে প্রাথমিকভাবে ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশন বাংলাদেশিদের ওপর থেকে স্বাস্থ্যসেবার আর্থিক বোঝা কমানোর উপায় খুঁজছে এবং এর অংশ হিসেবে তারা কিছু পদক্ষেপ প্রস্তাব করেছে। যেমন: রেফারেল সিস্টেম চালু করা, ওষুধের দাম কমানো, সঠিক রোগ নির্ণয় পরীক্ষা নিশ্চিত করা এবং অসচ্ছল রোগীদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া প্রভৃতি।
কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান বলেন, 'স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদি নীতি-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করাই কমিশনের লক্ষ্য।'