১৩ দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১৩ দফা দাবি আদায়ে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে সিএনজি অটোরিকশা চালকদের সংগঠন 'ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ'।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে - আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে জমায়েত ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ; ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন; ২৭ ফেব্রুয়ারি বিআরটিএ সদর কার্যালয় ঘেরাও; ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাব চালকদের ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন এবং ১৫ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টা সিএনজি অটোরিকশার ধর্মঘট।
তাদের দাবিগুলো হচ্ছে- মিটারে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৭৫ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটারে ২৭ টাকা ও ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৫ টাকা নির্ধারণ, দৈনিক মালিকের জমা ৯০০ টাকার বদলে ৮০০ টাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য ৭০০ টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন করা, সিএনজি অটোরিকশার পার্কিং ব্যবস্থা না করে বেআইনিভাবে নো পার্কিং মামলাসহ ভিডিও মামলা, মিটারের ওপর মামলা না করা এবং হয়রানিমূলক রেকারিং, ড্রাম্পিং বন্ধ করা, লাইসেন্স দেওয়া সহজ করা, অটোরিকশা চলাচলের জন্য জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, সিএনজি স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য আলাদা নজেল স্থাপন করে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস প্রদান ইত্যাদি।
সংগঠনটির আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সি বলেন, '২০১৫ সাল থেকে আজ পর্যন্ত বহুবার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভাড়া মিটারে প্রথম ২ কিলোমিটারে ৭৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ২৭ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৫ টাকা নির্ধারণের দাবি করছি।'
তিনি আরও বলেন, 'সেইসঙ্গে ঢাকা মহানগরীতে সিএনজি অটোরিক্সার দৈনিক মালিকের জমা ৯০০ টাকার বদলে ৮০০ টাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য ৯০০ টাকার বদলে ৭০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।'
লিখিত বক্তব্যে তিনি 'চালকরাই হবে গাড়ির মালিক' বাস্তবায়ন এবং অটোরিক্সা ড্রাইভিং সেন্সধারী চালকদের নামে নতুন ১৫ হাজার এবং চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য নতুন ১০ হাজার সিএনজি অটোরিক্সার নিবন্ধন দেওয়ার ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।