ধর্মীয় অবমাননার অভিযোগ: কবি সোহেল হাসান গালিবকে কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ও কবিতার বইয়ে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে 'কটূক্তি'র মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের এক পুলিশ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ।
গ্রেপ্তারের পর আজ তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।
আবেদনে হুমায়ুন কবির জানান, হাসান গালিবের লেখা একটি বইতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কবিতা ছাপা হয়েছে। এর আগে মহানবী (সা.) এর নামে তার ফেসবুক একাউন্ট থেকে মানহানিকর পোস্ট দেন। এতে বাংলাদেশের বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সোহেল হাসান গালিবের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
সেইসঙ্গে আদালত আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।