ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গত ৯ ফেব্রুয়ারি ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি বর্ষণের ঘটনায় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় রানা মিয়া নামে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বুধবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন- সিরাজগঞ্জের ছনগাছা এলাকার রানা মিয়া, আশুলিয়ার জামগড়া এলাকার রাজা মোল্লা এবং কাঠগড়া দুর্গাপুর এলাকার আমিনুল ইসলাম সুমন।
এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মশিউর রহমান ও বিজয় গোপাল শাহা নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক।