স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠনের সুপারিশ বিচার বিভাগীয় সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদন জমা দিয়েছেন। আজ (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদনে স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিসের সুপারিশ করা হয়েছে। এতে সরকারকে বর্তমানে বিভিন্ন তদন্ত ইউনিটে কাজ করা লোকজনের সমন্বয়ে একটি আলাদা তদন্ত সার্ভিস গঠনের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, 'এই সেবা প্রতিষ্ঠা, নিয়োগ এবং কাজের শর্তাবলি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সব বিধান মূল আইনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং অন্যান্য ফৌজদারি আইনগুলোতে সংশোধনী আনা হবে, এবং ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ প্রবিধানমালায় সংস্কার করা হবে।'
এতে আরও বলা হয়, 'এই সার্ভিস হবে পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। তাদের নিয়োগ, চাকরির শর্তাবলি, নিয়ন্ত্রণ, বাজেট, অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয়াদি একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোভুক্ত হবে। দায়িত্ব পালন ও ক্ষমতা ব্যবহারে সার্ভিস স্বাধীন থাকবে।'
এই সার্ভিস গঠনের জন্য নতুন আইন প্রণয়নের কথা উল্লেখ করার পাশাপাশি ক্রান্তিকালীন সময়ে পুলিশ কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও আত্মীকরণের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 'তদন্ত সার্ভিস পরিচালনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও, এর কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রভাবের শিকার না হন, তার জন্য একটি উচ্চতর কমিশনের পূর্বানুমোদন ছাড়া তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না।'