ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে ২ পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এ আদেশ জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর ফলে এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
জানা গেছে, আগামীকাল বুধবার সকালে এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করেছে উপজেলা বিএনপির একটি অংশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
তবে, একই সময় ও স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপির অন্য একটি গ্রুপ।
এ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মুনসুর জানান, 'কোনো পক্ষকেই সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।'