আন্দোলনে মৃত্যু: সোহরাওয়ার্দীতে অজ্ঞাত তিনজনের মরদেহ

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে এখনো অজ্ঞাত তিনজনের মরদেহ রয়েছে। জানা গেছে সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে সহিংসতায় তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহগুলোর মধ্যে একজনের বয়স ১০-১২ বছর বয়সী। অপর দুজনের বয়স ২৫-৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে একজন সাদা পাঞ্জাবি এবং প্যান্ট পরা অবস্থায় ছিলেন, অন্যজন নীল ফুলহাতা শার্ট এবং জিন্স পরিহিত ছিলেন।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় শত শত মানুষ নিহত ও বহু আহত হয়েছেন। নিহতের সংখ্যা ২০০-এর বেশি বলে জানাগেছে। ব্যাপক সহিংসতার কারণে কোটা সংস্কার আন্দোলন দ্রুত একটি সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়, যা ৫ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে এবং তার সরকারের পতনের দিকে নিয়ে যায়।